Eastern Insight Logo

📢 বিজ্ঞাপন স্থান

Google AdSense কনফিগার করুন

কৃত্রিম অক্সিজেন ছাড়া নেপালের ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ মানাসলুতে প্রথম বাংলাদেশি বাবর

একই দিনে মানাসলুর চূড়ায় সফলভাবে আরোহণ করেন আরেক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদও। এটি ছিল তার প্রথম ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ আরোহণ এবং প্রথম অভিযানেই তিনি এই সাফল্য অর্জন করেন।

Editor User
04 অক্টোবর 2025, 03:35 অপরাহ্ন
0 বার পঠিত
কৃত্রিম অক্সিজেন ছাড়া নেপালের ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ মানাসলুতে প্রথম বাংলাদেশি বাবর

ছবি: সৌজন্যেপ্রাপ্ত

বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন এক মাইলফলক স্থাপন করলেন ডা. বাবর আলী। নেপালের মানসিরি হিমাল পর্বতশ্রেণিতে অবস্থিত বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলু (৮,১৬৩ মিটার বা ২৬,৭৮১ ফুট) জয় করেছেন তিনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই এ ৮ হাজার মিটার উচ্চতার পর্বত চূড়ায় আরোহণ করেন। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই এত উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করলেন।

গত ২৬ সেপ্টেম্বর ভোরে তিনি মানাসলুর শীর্ষে পৌঁছান। এটি বাবর আলীর আরোহণ করা চতুর্থ ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ।

একই দিনে মানাসলুর চূড়ায় সফলভাবে আরোহণ করেন আরেক বাংলাদেশি পর্বতারোহী তানভীর আহমেদও। এটি ছিল তার প্রথম ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গ আরোহণ এবং প্রথম অভিযানেই তিনি এই সাফল্য অর্জন করেন।


শেয়ার করুন: